Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ ফেরদৌস। সভাপতি উপস্থিত সকল সদস্য/সদস্যাগণকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ্ করেন।

১। সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত সভার কার্য বিবরণী পাঠ করে শুনান এবং কোন প্রকার সংশোধন সংযোজন ও বিয়োজন না থাকায় তা অনুমোদন লাভ করে।

 

২। সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব উপজেলা পরিষদ কার্যালয়ের রামগতি লক্ষ্মীপুর এর স্মারক নং- ৫১.০১.৫১০০.০০৩.৪১.০০৪.১৪.-১৫৫ তারিখ ১৮-০৫-২০১৪ইং পত্র খানা পাঠ করে শুনান এবং ২০১৩-২০১৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় (২য় পর্যায়) সাধারণ খাতে অত্র ইউনিয়নের জন্য ৯০,৪৯০.৪৩ (নব্বই হাজার চারশত নব্বই টাকা তেতাল্লিশ পয়সা) টাকা বরাদ্দ পাওয়া যায়। উক্ত বরাদ্দের বিপরীতে প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা ও পরামর্শ চাওয়া হয়। উপরোক্ত বিষয়ে ব্যাপক আলাপ আলোচনার পর নিম্নোক্ত প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

প্রকল্পঃ রঘুনাথপুর হাবিবুল্যাহাজী রোড পুনঃ নির্মাণ । ওয়ার্ড নং- ৩, বরাদ্দের পরিমাণ- ৯০,৪৯০/- টাকা মাত্র।

 

প্রকল্প বাস্তাবায়ন কমিটিঃ

ক) জনাব নাজমুল হক নিরব, পিং- মুজাম্মেল হক- ইউপি সদস্য- সভাপতি।

খ) জনাব শাহাদাত হোসেন, পিং- আব্দুল কাইউম-গন্যমান্য- সেক্রেটারী।

গ) জনাব আব্দুল কাদের , পিং- জয়নাল আবেদিন - শিক্ষক - সদস্য।

ঘ) জনাব আব্দুল মতিন, পিং- নজির আহাম্মদ -  ইমাম - সদস্য।

ঙ) জনাবা দিলারা বেগম, জং- ফখর উদ্দিন, সমাজ সেবিকা -  সদস্যা।

 

উপরোক্ত প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্য/সদস্যাগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তী ঘোষণা করেন।