Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মেঘনা নদী
Location
০৮ নং বড়খেরী, রামগতি বাজারের দক্ষিণ পার্শ্বে, রামগতি, লক্ষ্মীপুর।
Transportation
বাসে, সি,এন,জি, এবং টেম্পু যোগে উপজেলা হইতে রামগতি বাজার, সেখান থেকে ৫ মিনিট হেটে কিংবা রিক্সা যোগে নদীর তীরে পৌঁছানো যায়।
Details

মেঘনা নদী বাংলাদেশের একটি বড় নদী। এ নদীতে প্রচুর রূপালী ইলিশ পাওয়া যায়। রামগতির বেশির ভাগ লোকেরই আয়ের বড় একটি অংশ হচ্ছে মেঘনায় মাছ আহরন করে জীবিকা নির্বাহ। এছাড়া মেঘনা নদীতে নৌ ভ্রমণ করা যায়। বিকালের স্নিক্ধ বাতাস শরীরকে শীতল করে দেয়, নিজের অস্তিত্যকে বয়ে নিয়ে যায় এক শান্তির ভুবনে। যা, পরোক করে না দেখলে বিশ্বাস করা যায় না, মনে হয় রূপ কথার গল্পের মতো। কিন্তু এই মন কাড়া নদীটি আজ নদীকূলীয় মানুষের জন্য হয়ে উঠেছে এক ভয়াবহ নদী। কারণ এই নদী যেভাবে মানুষকে সুখ দেয় তেমনি কূল ভেঙ্গে মানুুষকে করে ভূমিহীন। তাই সকলের কাছে অনুরোধ করছি আপনি এই নদীর শীতল হাওয়া অনুভবের পাশাপাশি আল্লাহ পাকের নিকট প্রার্থণা করুন হে আল্লাহ তুমি এই নদীর ভাঙ্গন রোধ কর এবং মানুষকে তার শান্তি ফিরিয়ে দাও (আমিন)।